জার কেও নেই তার ভগবান আছেন।ভগবান সবার জন্য মুক্তিদাতা পাঠিয়ে রেখেছেন,সময় হলে মানুষ রূপে সভায় মানুষের পাশে ঠিক দাড়াবেন এমনি চিত্র উঠে এলো বুধবার উজান ফটিকছড়া এলাকা থেকে।অসহায় মণি দেববর্মার পাশে দাঁড়ালেন স্থানীয় এম ডি সি তথা এডিসি প্রশাসনের ই এম রুনিয়েল দেববর্মার।ঘটনার বিবরণে জানা যায় ফটিকছড়া এলাকার মনি দেববর্মার স্ত্রী সীমা দেববর্মা প্রায় এক সপ্তাহ আগে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন।ঘটনার খবর পান স্থানীয় এম ডি সি তথা এডিসি প্রশাসনের কার্যকরী সদস্য রুনিয়েল দেববর্মা।খবর পেয়ে উজান ফটিকছড়া স্থিত প্রয়াত সীমা দেববর্মার বাড়ি পরিদর্শনে যান এই সময় সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াই টি এফ নেতা দীপক দেববর্মা সহ অন্যান্যরা এবং কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে এবং সমবেদনা জানান।পাশাপশি বাড়িয়ে দেন আর্থিক সহায়তার হাত।জানা যায় প্রয়াত সীমা দেববর্মার ৩সন্তান রয়েছে তারা দ্বিতীয়,তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করছেন।মা হারিয়ে বর্তমানে তাদের পড়াশোনা বন্ধের পথে।এই বিষয়ে স্থানীয় এম ডি সি তথা এডিসি প্রশাসনের কার্যকরী সদস্য রুনিয়েল দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনায় শোক প্রকাশ করেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি তাদের ৩ সন্তানের পড়াশুনার জন্য এডিসি সদর স্থিত খুমপুই অ্যাকাডেমিতে ভর্তি ও তাদের পড়াশোনা করার ব্যাবস্থা করার প্রতিশ্রুতি দেন।গোটা বিষয়ে দিলেন বিস্তারিত প্রতিক্রিয়া। রুনিয়েল দেববর্মা মূলত নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের,অসহায় মানুষের মুক্তির দূতে পরিণত হয়েছেন সাধারণ মানুষ উনার কাজ কর্মে বিষণ খুশি সন্তস্ত এমনটাই দাবি স্থানীয়দের.