রাস্তায় নিম্নমানের সামুগ্রী ব্যবহার করা হচ্ছে। সরব গ্রামবাসী। গোলাঘাটি বাজার থেকে দক্ষীন গোলাঘাটি হয়ে বিশ্রামগঞ্জ ও সিপাহিজলা চিড়িয়াখানায় যাওয়ার রাস্তার কাজ পায় বিশালগড়ের ঠিকেদাররা। অভিযোগ তারা নিম্নমানের কাজ করার পাশাপাশি সামুগ্রীও নিম্নমানের ব্যবহার করছে। কিছুদিন পর পর নাকি জোড়াতাপ্পির কাজ করে যায় তারা।