Breaking Newsআঞ্চলিক খবরউত্তর ত্রিপুরা জেলায় ভাল্লুকের আক্রমণে আহত তিনজন। by an2banglanewsJanuary 10, 20240 Share0 উত্তর ত্রিপুরা জেলার দাম ছাড়া এলাকায় জুমের ক্ষেত্রে কাজ করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে আহত তিনজন এরই মধ্যে অমিতাভ রিয়াং কে জিবি হাসপাতালে রেফার করা হয়।