AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
রাজনীতি খবর

বিকশিত ভারত সংকল্প যাত্রা

এবং প্রতি ঘরে সুশাসন ২.০ এর অঙ্গ হিসেবে পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্দ্যোগে এ এম সি অফিসে দ্বিতীয়বারের মতো সুশাসন শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন  সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত

সহ অন্যান্যরা। আজকের এই শিবিরে জনগণের জন্য যে সুবিধা গুলি প্রদান করা হয় তা হল পি আর টি সি ,এস সি, ও বি সি সার্টিফিকেট আয়ুষ্মান কার্ড,আধার কার্ড, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সুবিধা । ইতিপূর্বে একটি শিবির অনুষ্ঠিত হয়েছিল আজকে  দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে শিবির।গত শিবিরে নাগরিকরা যে আবেদন করেছিলেন সেগুলির সার্টিফিকেট  দেওয়া হয় আজকের এই শিবিরে। আজকের এই শিবির কে  ঘিরে জনগণের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Related posts

লোকসভা নির্বাচনকে সামনে রেখে উনকোটি জেলার কার্যকরতাদের নিয়ে প্রথম সাংগঠনিক সভা।

an2banglanews

ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সাহয়িকা এসোসিয়েশন ৮ দফা দাবিতে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে।

an2banglanews

রোমান স্ক্রিপ্ট নিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দের্ব্বমা বিস্ফুরক সাংবাদিক সন্মেলন

an2banglanews

Leave a Comment