AN2BNANGLA NEWS
November 14th, 2024
Breaking News
রাজনীতি খবর

বিকশিত ভারত সংকল্প যাত্রা

এবং প্রতি ঘরে সুশাসন ২.০ এর অঙ্গ হিসেবে পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্দ্যোগে এ এম সি অফিসে দ্বিতীয়বারের মতো সুশাসন শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন  সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত

সহ অন্যান্যরা। আজকের এই শিবিরে জনগণের জন্য যে সুবিধা গুলি প্রদান করা হয় তা হল পি আর টি সি ,এস সি, ও বি সি সার্টিফিকেট আয়ুষ্মান কার্ড,আধার কার্ড, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সুবিধা । ইতিপূর্বে একটি শিবির অনুষ্ঠিত হয়েছিল আজকে  দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে শিবির।গত শিবিরে নাগরিকরা যে আবেদন করেছিলেন সেগুলির সার্টিফিকেট  দেওয়া হয় আজকের এই শিবিরে। আজকের এই শিবির কে  ঘিরে জনগণের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Related posts

M G N REGA প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি প্রত্যাহার করো এই কর্মসূচি বাস্তবায়নে, ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন

an2banglanews

ভারতের ছাত্র ফেডারেশনের রক্তদান শিবির

an2banglanews

বিধানসভা নির্বাচনের পর চড়িলাম বাজারের সর্বপ্রথম কংগ্রেসের কর্মসূচি

an2banglanews

Leave a Comment