১০ এবং ১১ জানুয়ারি এই দুইদিন ব্যাপী জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী 2023-24 মঙ্গলবার শুরু হয় উমাকান্ত একাডেমী স্কুলে। এ
প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার, তাছাড়া উপস্থিত ছিলেন,
কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, স্কুল এডুকেশনের ডেপুটি ডাইরেক্টর মিঠুন দাস চৌধুরী সহ অন্যান্যরা।
‘সমাজের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই থিমকে সামনে রেখে এবারের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই বিজ্ঞান প্রদর্শনীতে মোট মডেল রাখা হয়েছে ৫৩ টি। এখান থেকে নির্বাচিত পাঁচটি মডেল কে রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে। তাছাড়া আয়োজিত হবে একটি সেমিনারের। এই সেমিনারে একত্রিশ জন অংশগ্রহণ করবে। সেমিনারে শীর্ষস্থান অধিকারীকে রাজ্য স্তরীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে।