Breaking Newsআঞ্চলিক খবরঘন কুয়াশায় ভয়াবহ দূর্ঘটনাগ্রস্থ পিকনিকের গাড়ি। ঘটনা বিশালগড় হাসপাতাল সংলগ্ন এলাকায়। by an2banglanewsJanuary 10, 20240 Share0 মঙ্গলবার রাতের ঘন কুয়াশা, তারমধ্যে মদমত্ত অবস্থায় পিকনিকের গাড়ির বেপরোয়া চলাচলের ফলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। অল্পেতে রক্ষা পায় যাত্রীরা। গাড়িটি ছবিমুরা থেকে আগরতলার দিকে যাচ্ছিল।।গাড়ীর নাম্বার TR01A1292।