AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবরজীবনধারা খবররাজনীতি খবরস্বাস্থ্য খবর

ভারত সরকার হর  ঘর জল- হর ঘর নল স্লোগান দিলেও বাস্তব ভিন্ন ত্রিপুর রাজ্যে।

ভারত সরকার হর  ঘর জল- হর ঘর নল স্লো গান দিলেও বাস্তব ভিন্ন ত্রিপুর রাজ্যে। এখন পর্যন্ত রাজ্য সরকার ব্যর্থ।  পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধ প্রমিলাবাহিনীর।ঘটনা মঙ্গলবার সকাল দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহাকুমাধীন কালাছড়া ব্লকের অধীনে লালছড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ইচাই লালছড়া ৩ নং ওয়ার্ড এলাকায়।এদিন প্রায় তিন শতাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে কদমতলা ধর্মনগরের মূল সড়কটি অবরোধ করে বসেন।অবরোধকারীরা জানান দীর্ঘদিন থেকেই পানীয় জলের সমস্যা নিরসনে পঞ্চায়েত এবং ব্লকে লিখিত দাবি জানিয়ে আসলেও কোন সমাধান হয়নি।তাই বাধ্য হয়ে তারা কদমতলা ধর্মনগর এর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।তারা জানান প্রায় শতাধিক পরিবারের বসবাস ঔ এলাকায়। সকাল ১০ টা থেকে শুরু হয়েছে সড়ক অবরোধ।এই সংবাদ সংগ্রহ পর্যন্ত অবরোধ চললেও কদমতলা থানার পুলিশ ছাড়া কোন আধিকারিকেরা ঘটনা স্থলে আসেননি বলে খবর পাওয়া গিয়েছে।অবরোধকারী প্রমিলাবাহিনীরা আরো জানান তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাবেন তারা।এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে অবরোধ স্থলের  উভয় পাশে শত শত ছোট বড় যানবাহন আটকা পড়ে যাত্রী দুর্ভোগ দেখা দেয়।অবশেষে বেলা সাড়ে বারোটায়  রাস্তা অবরোধ মুক্ত হয় । সেখানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা , ডি ডাব্লিউ এস এর জুনিয়র ইঞ্জিনিয়ার দেবাশীষ পুরকায়স্থ  ইঞ্জিনিয়ার বলেন আগামী কাল থেকে কাজ শুরু করে দেবেন আর আজ থেকে গাড়ি করে জল দেওয়া হবে বলে জানিয়েছেন ।

বিস্তারীত খবরের জন্য দেখতে থাকুন https://youtu.be/5PFKSwdgP1Q

 

Related posts

ফায়ার সার্ভিসে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করে ।

an2banglanews

ত্রিপুরা রাজ্যে সংবিধান দিবস উদযাপন করা হয়

an2banglanews

Agartala: বাংলাদেশ সহকারি হাই কমিশন, এর উদ্যোগে ১২ জন বাংলাদেশি নাগরিককে পরিজনদের হাতে তুলে দে

an2banglanews

Leave a Comment