নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। বলা যেতে পারে ইদানিং কালের সবচেয়ে বড় অভিযান। উদ্ধার হয় ১ হাজার ৬৩০ কেজি শুকনো গাঁজ। ঘটনা মঙ্গলবার ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের আমবাসা থানাধীন বেতবাগান এলাকায় পুলিশের নাকা পয়েন্টে।
PB 13 BC 9339 নাম্বারের রাবার বোঝাই একটি ১৪ চাকার লরি থেকে তল্লাশি চালিয়ে রাবারের ভেতর থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। আটক করা হয় গাড়িচালক গুরদ্বীপ সিংকে। তাড় বাড়ি পাঞ্জাবে।।