AN2BNANGLA NEWS
February 11th, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবরজীবনধারা খবর

তীব্র নেশা প্রতিক্রিয়াশীল  ইয়াবা সহ দুজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় ত্রিপুরা পুলিশ ৷৷

মঙ্গলবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে নেশাবিরোধী অভিযান চালিয়ে ধর্মনগর কালীদিঘীর পাড়ে বিপুলপরিমানে পাওয়ারফুল ইয়াবা ট্যাবলেট সহ  দুজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ ৷

এদিন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান সংগঠিত হয় ৷ জানা যায় পুলিশ ধৃতদের পজেশন থেকে তল্লাশি চালিয়ে সাত প্যাকেটে মোট ৭০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়  ৷ যার কালো বাজারি মূল্য ৩৫ লক্ষাধিক টাকা ৷ ধৃতদের তিনজনের মধ্যে একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে আটক করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজনের নাম বাহার উদ্দিন(২৪),বাড়ি চানকিরা পাথারকান্দি এবং অপরজনের নাম সুলতান আহমেদ(২১) বাড়ি বান্দরখাল পাথাকান্দি ৷ এদিন জেলা পুলিশ সুপার জানান যে,ধৃতদের কাছ থেকে পাওয়া ইয়াবা ট্যাবলেটগুলি মারাত্মক ধরনের নেশাদ্রব্য যা একদিন সেবন করলে এর নেশা তিনদিন পর্যন্ত মানুষের দেহে এবং মস্তিস্কে থেকে যায় ৷ ধৃতদের বিরুদ্ধে একটি এন ডি পি এস মামলা হাতে নিয়ে এর তদন্তে নেমেছে পুলিশ ।৷

Related posts

Tripura:লোক আদালতে নিষ্পত্তি ৫,৮১৬ মামলা

an2banglanews

রাস্তায় নিম্নমানের সামুগ্রী ব্যবহার করা হচ্ছে গোলাঘাটি বাজার যাওয়ার রাস্তায়…

an2banglanews

পিত্রা বাজারের মোট সাতটি দোকান আগুনে ভস্মীভূত হয় ২২শে জানুয়ারি

an2banglanews

Leave a Comment