গোপন খবরের ভিত্তিতে এন সি নগর বি ওপির, বি এস এফ সহ থানার পুলিশ মিলে একটি যৌথ অভিযান চালায় এন সি নগর এবং দুর্গাপুর বর্ডার এলাকায়।।তল্লাশি চালিয়ে মোট ৮৮ বস্তা চিনি এবং ১১ বস্তা পেঁয়াজ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।। যেগুলো পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা ছিল।। উক্ত বিষয়ে পুলিশের তদন্ত চলছে এবং এই অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনা হইবে আগামী কিছুদিনের মধ্যে।