AN2BNANGLA NEWS
November 14th, 2024
Breaking News
Breaking Newsখেলাধুলা খবর

দিল্লির ত্যায়াগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল স্কুল গেম ২০২৩-২৪’ ৷

আগামী ১১ই জানুয়ারী থেকে ১৬ই জানুয়ারী মোট ৬ দিনব্যাপী দিল্লির ত্যায়াগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল স্কুল গেম ২০২৩-২৪’ ৷ এই প্রতিযোগীতায় ত্রিপুরার রাজ্যের হয়ে অংশগ্রহণ করতে চলছে ত্রিপুরার ‘থাং-তা’ বয়েজ এন্ড গার্লস টিম ৷৷

রবিবার ধর্মনগর রেলস্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন এই টিমের কোচ সহ খেলোয়ারা ৷ খেলাতে মোট ১২ জন খেলোয়ার এই টিম থেকে নির্ধারন করা হয়েছে ৷ রাজ্য সরকারের ডিরেক্টর অফ এডুক্যাশন স্পোর্স ব্রাঞ্চের তরফে সম্পূর্ণ সরকারি খরচে এই ‘ন্যাশনাল স্কুল গেম’ প্রতিযোগীতার সুযোগ করে দেওয়া হয় খেলোয়ারদের ৷ এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে বলে জানা যায় ৷ ১৪,১৭ এবং ১৯ বছর বয়ষের খেলোয়ার এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন বলে জানা যায় ৷ এই টিমে একজন পুরুষ কোচ (ওমপ্রকাশ কালুয়ার) এবং একজন মহিলা কোচ(প্রিয়াংকা কালুয়ার) খেলোয়ারদের প্রশিক্ষন দেওয়ার জন্য দেওয়া হয়েছে ৷

এদিন এক সাক্ষাতকারে থাং-তা টিমের কোচ ওমপ্রকাশ কালুয়ার জানান, এই টিম এর আগেও ২০১২, ১৩ এবং ১৭ তে তারা অংশগ্রহন করেছিলেন রাজ্যের হয়ে ৷ এই প্রতিযোগিতায় তার টিম রাজ্যের হয়ে অংশগ্রহন করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করবেন বলে এদিন তিনি আশা প্রকাশ করেন ৷

Related posts

বাংলাদেশে এসে ভারতে(India) ফেরত যাওয়ার সময় সীমান্তে আটক ত্রিপুরা মা-ছেলে

an2banglanews

সদ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণসভা আয়োজন করা হয়

an2banglanews

সিপাহিজলার জেলার বক্স নগরের আল আমিন মিশন একাডেমী বাৎসরিক ক্রিয়া অনুস্টান।

an2banglanews

Leave a Comment