ত্রিপুরায় আসার পথে আসামের করিমগঞ্জে দেড় কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারি আটক করেছে আসাম পুলিশ। শনিবার রাতে করিমগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন স্থান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচরকারিকে আটক করল করিমগঞ্জ সদর থানার পুলিশ।গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে AS11 D 8655 নম্বরের একটি ওয়াগনার গাড়িতে তল্লাশি করে নয় হাজারের ও অধিক পরিমাণের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ।এতে গ্রেফতার করা হয় দুই পাচারকারিকে।তাদের নাম কুমারজিৎ দেব ও বিমান ভট্টাচার্য।উভয়ের বাড়ি কাছাড় জেলায়।এই বিষয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানান জব্দকৃত নেশা জাতীয় ট্যাবলেটগুলোর কালোবাজারী মূল্য প্রায় দেড় কোটি টাকার মত হবে।ধৃতদের বিরোদ্ধে পুলিশ এন ডি পি এস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের ধারণা নেশা জাতীয় ইয়াবা টেবলেট গুলি ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।