AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsবিনোদন খবর

হরিনাম সংকীর্তনের আড়ালে জুয়ার ঠেক, শীতঘুমে আচ্ছন্ন তেলিয়ামুড়া থানা।

 

ওসি’র অনুপস্থিতির সুযোগ নিয়ে তেলিয়ামুড়া থানা এলাকায় হরিনাম সংকীর্তনের আড়ালে জুয়ার ঠেক, শীতঘুমে আচ্ছন্ন তেলিয়ামুড়া থানা। শেষমেষ এস.ডি.পি.ও-র দাবড়ানি খেয়ে জুয়ার ঠেকে পুলিশী হানা। ঘটনা শনিবার রাতে, তেলিয়ামুড়া থানাধীন বান্দর চৌমুহনী এলাকায়।

এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরে প্রকাশ,,,,, তেলিয়ামুড়া থানাধীন বান্দর চৌমুহনী এলাকায় শনিবার ছিল হরিনাম সংকীর্তনের উৎসব। আর এই হরিনাম সংকীর্তন উৎসবের আড়ালেই স্থানীয় উৎসব কমিটি এবং একাংশ চুনোপুঁটি নেতাদের অপ্রত্যক্ষ মদতে রমরমিয়ে চলছিল অবৈধ ঝান্ডি-মুন্ডা সহ রকমারি জুয়ার আসর। হরিনাম সংকীর্তনের আড়ালে অবৈধ জুয়ার ঠেক চলছে এই সংক্রান্ত এক অভিযোগ এলাকার সচেতন নাগরিকদের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় এবং তেলিয়ামুড়ার সাংবাদিকদের জানানো হয়। কিন্তু তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ ছুটিতে থাকার কারণে ওসি’র অনুপস্থিতিতে একপ্রকার শীতঘুমে আচ্ছন্ন ছিল তেলিয়ামুড়া থানা। অভিযোগ পেয়ে তেলিয়ামুড়ার স্থানীয় সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা চালু করতেই জুয়া খেলার সামগ্রী ফেলে শুরু হয় দৌড়ঝাপ। কিন্তু দীর্ঘক্ষণ তেলিয়ামুড়া থানা পুলিশের অপেক্ষা করে ঘটনাস্থলে শীত ঘুমাচ্ছন্ন তেলিয়ামুড়া থানার পুলিশ না আসায়, শেষ পর্যন্ত এলাকার সচেতন নাগরিকেরা সদ্য তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্বভার গ্রহণ করা আই.পি.এস সুদাম্বিকা আর-এর শরণাপন্ন হয়। মহকুমা পুলিশ আধিকারিক’কে বান্দর চৌমুহনী এলাকায় হরিনাম সংকীর্তনের আড়ালে অবৈধ জুয়ার আসর চলছে এই সংক্রান্ত অভিযোগ ফোন যোগে জানানো হলে মহকুমা পুলিশ আধিকারিক তেলিয়ামুড়া থানা’কে ব্যবস্থা গ্রহণের জন্য করা নির্দেশ দেয় বলে খবর থানা সূত্রে। শেষ পর্যন্ত তেলিয়ামুড়া থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিকের এই দাবড়ানি খেয়ে জুয়ার সরঞ্জাম সহ এক ব্যাক্তিকে জালে তুলতে সক্ষম হয়।।

Related posts

Manipur Violence: বিভীষিকার মণিপুর! এবার ঘরে ঢুকে ২ বোনকে গণধর্ষণ করে খুন…

cradmin

প্রাক্তন সদর জেলার এপিপি ইনচার্জ তপন সাহা ক্ষোভ প্রকাশ।

an2banglanews

গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ দ্বারা গাজা পাচারের সময় আটক বৈস্নব টিলার উত্তম কুমার পাল ।

an2banglanews

Leave a Comment