সকালে জলাশয় থেকে উদ্ধার নিতাই বিশ্বাস (৫০) নামক এক বৃদ্ধা ব্যাক্তির মৃতদেহ। ঘটনা ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমচৌড়া থানাধীন আদর্শ কলোনি। মৃত্যুর কারণ এখন স্পষ্ট নয় তবে মৃতের পরিবারের দাবি জলে পরেই মৃত্যু হয়েছে।জানা যায় শক্রবার বিকেলে কীর্তন সভাতে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তার পর রাতে বাড়িতে ফেরা হয় নি। পরিবারের লোক বহু খুজা খুজি করে সন্দান পায় নি।