AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
আঞ্চলিক খবরজীবনধারা খবরবিনোদন খবর

প্রাক্তন সদর জেলার এপিপি ইনচার্জ তপন সাহা ক্ষোভ প্রকাশ।

গত২০১৮ সালে আগরতলার সূর্য চৌহমনীর লালমাটিয়া এলাকায় তৎকালিন অতিরিক্ত পশ্চিম জেলা জেলাশাসক শৈলেশ কুমার যাদবের নেতৃত্বে একটি গোডাউনে গিয়েছিলেন বাজি বিরোধী অভিযানে। গোডাউন বন্ধ থাকায় গোডাউনের তালা গ্যাস কাটার দিয়ে কাটার চেষ্টা করছিলেন প্রশাসনের লোকেরা। তখন এলাকার লোকজনদের সঙ্গে নিয়ে এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিক তথা প্রাক্তন সদর জেলার এপিপি ইনচার্জ তপন সাহা জানতে চেয়েছিলেন যে কি কারণে এবং কেন গ্যাস কাটার দিয়ে কাঁটা হচ্ছে, যদি ভিতরে বাজি রয়েছে তাহলে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, গ্যাস কাটার দিয়ে লক ভাঙলে। তখন অতিরিক্ত জেলা শাসক শ্রী যাদব তপন সাহার সঙ্গে বাজে ব্যবহার করে, এবং উনাকে শারীরিক নিগৃহীত করেন বলে একটি অভিযোগ করে পুলিশে মামলা হয়েছিল, পশ্চিম জেলা প্রশাসন থেকে ও তপন সাহার বিরুদ্ধে মামলা করেছিলেন শৈলেশ কুমার যাদব। তপন সাহার মামলাটি বারে বারে ইনভেস্টিগেশন করার জন্য অর্ডার করা হচ্ছে কেন, এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী।

Related posts

মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজি,

an2banglanews

হাতিপাড়া বন দপ্তর এলাকায় TRIBAC এ চুরের হানা নিয়ে গেলো ২০টি মূল্যবান মেশিন

an2banglanews

পলিটেকনিক কলেজ, খুমুলং-এ ফ্রেশার প্রোগ্রাম “প্রাগভিশিকা-2023” উদ্বোধন

an2banglanews

Leave a Comment