‘লুন্ঠিত অধিকার ও গনতত্ত্ব পুনরুদ্ধারের লড়াই তীব্র কর’ এই শ্লোগানকে সামনে রেখে এ বছর পালিত হচ্ছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির (এইচ বি রোড)১৪ তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। ২০০০ সালে শেষবারের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল রাজ্য সম্মেলন। করুণার জন্য তারপর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি এ বছর আবার অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন। দুদিন ব্যাপ ী আগরতলা টাউন হলে চলবে এই রাজ্য সম্মেলন।
ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির (এইচ. বি. রোড) ১৪তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে আয়োজিত হয় প্রকাশ্য সমাবেশ। এই প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এস শ্রী কুমার অল ইন্ডিয়া স্টেট গভর্মেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক।