Breaking Newsআঞ্চলিক খবরজীবনধারা খবরবেতন বন্ধ, ফিডকো অফিসে তালা!! by an2banglanewsJanuary 6, 20240 Share0 দুইমাস বেতন না পেয়ে বেসরকারী বিদ্যুৎ সংস্হা ফিডকোর কর্মচারীরা শনিবার সকাল ৯ টা থেকে সাবরুম অফিসে তালা দিয়ে বিক্ষোভে সামিল হলো। কর্মচারীদের দাবি প্রতি মাসে ১০ তারিখের মধ্যে বেতন দিতে হবে। গত দুই মাস ধরে বেতন পাচ্ছে না এই সংস্থার কর্মচারীরা।