AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsরাজনীতি খবর

৫১ পরিবারের 206 ভোটার, ত্রিপ্রা মথা দল ছেড়ে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে।

শনিবার দুপুরে ১৭ নং গোলাঘাটি মন্ডলের পাথালিয়া-ঘাট ADC Villige এর অন্তর্গত অরণ্য পাড়ায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।উক্ত যোগদান সভায় ৫১ পরিবারের 206 ভোটার, ত্রিপ্রা মথা দল ছেড়ে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এবং প্রত্যেক পরিবারকে একটি করে কম্বল বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয়, দুইজন এম.ডি.সি  শ্রী বিদ্যুৎ  দেববর্মা ও শ্রী সঞ্জীব রিয়াং মহোদয়, মন্ডল সভাপতি শ্রী রামকৃষ্ণ সাহা মহোদয়, সিপাহীজলা উত্তর জেলা সাধারণ সম্পাদক শ্রী রাজেশ দেববর্মা মহোদয়, জেলা জনজাতি মোর্চা সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ দেববর্মা মহোদয় জনজাতি মোর্চা সভাপতি শ্রী  সমীর দেববর্মা মহোদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related posts

পৌর নিগম দ্বারা নির্মিত প্রায় ২০০ মিটার রাস্তার নাম  করন করা হয় আজাদ হিন্দ সরণী

an2banglanews

আবারও ত্রিপুরা রাজ্যে চিকিৎসক আক্রান্ত।

an2banglanews

অবৈধ পথে বাংলাদেশে এসে আটক ত্রিপুরার দুই যুবক।

an2banglanews

Leave a Comment