AN2BNANGLA NEWS
November 5th, 2024
Breaking News
Breaking Newsরাজনীতি খবর

৫১ পরিবারের 206 ভোটার, ত্রিপ্রা মথা দল ছেড়ে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে।

শনিবার দুপুরে ১৭ নং গোলাঘাটি মন্ডলের পাথালিয়া-ঘাট ADC Villige এর অন্তর্গত অরণ্য পাড়ায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।উক্ত যোগদান সভায় ৫১ পরিবারের 206 ভোটার, ত্রিপ্রা মথা দল ছেড়ে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এবং প্রত্যেক পরিবারকে একটি করে কম্বল বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয়, দুইজন এম.ডি.সি  শ্রী বিদ্যুৎ  দেববর্মা ও শ্রী সঞ্জীব রিয়াং মহোদয়, মন্ডল সভাপতি শ্রী রামকৃষ্ণ সাহা মহোদয়, সিপাহীজলা উত্তর জেলা সাধারণ সম্পাদক শ্রী রাজেশ দেববর্মা মহোদয়, জেলা জনজাতি মোর্চা সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ দেববর্মা মহোদয় জনজাতি মোর্চা সভাপতি শ্রী  সমীর দেববর্মা মহোদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related posts

পশ্চিম ত্রিপুরা জেলার FSSAI এর নিয়ম ও গাইডলাইন সম্পর্কে সচেতন সভা।

an2banglanews

রেগার মুজুরী না পেয়ে ব্লকে তালা!!

an2banglanews

রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল সংগঠিত করে ভারতীয় জনতা মজদুর সংঘ।

an2banglanews

Leave a Comment