অভিযুক্ত কনস্টেবল রুপান্ত ডাঙ্গু। তিনি সিপাহিজলা জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত। ২০১৭ সালে বিশালগড় থানাধীন ঘনিয়ামারার বাবুল মিয়া খুনের মামলায় শনিবার বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশিস করের সামনে সাক্ষী দিতে যান কনস্টেবল। অভিযোগ ওই কনস্টেবল নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং ডিসিপ্লিন বজায় রাখেন নি। তাই বিচারক তাকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে বিচারক ওই কনস্টেবলের বিরুদ্ধে মামলা করবেন।