গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা জেলার এয়ারপোর্ট থানার অন্তর্গত নারায়নপুর এলাকায় শুক্রবার গভীর রাতে নেশা বিরোধী অভিযান চালিয়ে শুকনো গাঁজা সমেত এক গাঁজা কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল সহ বিশাল পুলিশ বাহিনী। শনিবার সকালে নরসিংগড় স্থিত এয়ারপোর্ট থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল বলেন শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে এয়ারপোর্ট থানার অন্তর্গত নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি শুকনো গাঁজা সমের তপন সরকার নামে এক গাঁজা কারবারিকে গ্রেপ্তার করা হয়।তার বিরোদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী একটি নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হবে।বিশ্বস্ত সূত্র মারফত জানা যায় তপন সরকার এয়ারপোর্ট থানার অন্তর্গত নারায়নপুর এলাকার এক কুখ্যাত নেশা কারবারি।সে একাধিক নেশা কারবারের সঙ্গে যুক্ত।