AN2BNANGLA NEWS
November 5th, 2024
Breaking News
Breaking Newsঅন্যান্যআঞ্চলিক খবর

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ গৌরতো আহত  বাইক চালক। ঘটনা গকুলনগর টিএসআর ৩ নং গেট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন TSR জোয়ান রঞ্জিত কুমার তার এনফিল্ড বাইক নিয়ে ডিউটি ছেড়ে ক্যাম্প থেকে মেইন রোডে উঠলে দ্রুত গতিতে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে এতে বাইক সহ দুই দিকে ছিটকে পড়ে বিকট শব্দ শুনে এগিয়ে এসে স্থানীয় দোকানদাররা এবং আহত বাইক চালককে উদ্ধার করে টিএসআর ক্যাম্পের একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। জানা যায় তাদের দুজনের অবস্থা আশঙ্কা জনক। পুলিশ দুর্ঘটনস্থল থেকে দুটো বাইক আটক করেছে।

Related posts

৪ লক্ষ টাকা সহ স্বর্ণলঙ্কা নিয়ে পালিয়ে যায় চোরের দল।

an2banglanews

মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার সংখ্যা লঘু মোর্চার সভাপতি ফজলুর রহমান

an2banglanews

ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে শক্তি বন্ধন মহিলা স্ব সহায়ক এবং এন জি ও র সম্পর্ক অভিযান

an2banglanews

Leave a Comment