AN2BNANGLA NEWS
November 6th, 2024
Breaking News
অন্যান্যআঞ্চলিক খবর

হাতিপাড়া বন দপ্তর এলাকায় TRIBAC এ চুরের হানা নিয়ে গেলো ২০টি মূল্যবান মেশিন

চুরি কাণ্ডে অতিষ্ঠ জনজীবন,আতঙ্কিত মানুষ।মন্দির থেকে শুরু করে স্কুল ,কলেজ,গরু,সাধারণ মানুষের বাড়ি বাদ যাচ্ছে না কোনো কিছুই যেখানে চুরের দল থাবা বসাতে পারছেন না। ত্রিপুরা রাজ্যে যদি চুরি কান্ড সমাধান, ও চুরের গ্যাং কে গ্রেপ্তার করার নজির থেকে থাকে সেটা শুধু মাত্র পূর্ব আগরতলা থানার।এছাড়া সর্বত্র পুলিশ ব্যার্থ চুর ধরতে,চুরি কাণ্ডে লাগাম টানতে মঙ্গলবার গভীর রাতে আবারো হাতি পাড়া বন দপ্তর এলাকায় TRIPURA BEMBO AND CANE DEVELOPMENT CENTER এ তালা কেটে ভিতরে প্রবেশ করে ধুপকাঠি বানানোর ২০টি মূল্যবান মেশিন নিয়ে যায় চুরের দল। জানা যায় বর্তমান সময়ে ধূপকাঠি বানানো বন্ধ আছে সেই কারণে নেই নাইট গার্ড।আর এই সুযোগেই চুরের দল হানা দেয় নিয়ে যায় ২০টি মূল্যবান মেশিন।এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে TRIBAC এর এক কর্মকর্তা তুষার কান্তি সরকার বিস্তারিত জানান গোটা ঘটনা নিয়ে

Related posts

সকালে জলাশয় থেকে উদ্ধার নিতাই বিশ্বাস (৫০) নামক এক বৃদ্ধা ব্যাক্তির মৃতদেহ।

an2banglanews

পুলিশের জালে আটক চার কুখ্যাত চোর

an2banglanews

“হার্টল্যান্ড ত্রিপুরা”প্রকল্পের উদ্বোধন ।।।।

an2banglanews

Leave a Comment