AN2BNANGLA NEWS
November 5th, 2024
Breaking News
Breaking Newsজাতীয় খবর

ভারত সরকার যান বহন দুর্ঘটনায় কারনে মৃত্যু হলে গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যাম করে।

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় গাড়ি চালকরা প্রতিবাদ জানাতে শুরু করেছে। এই কঠোর আইন প্রত্যাহারের জন্য, ঠিক একই ভাবে বুধবার সকালে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে বালুর গাড়ির চালকরা ভারত সরকারের এই আইনকে প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যাম করে। তাদের দাবি গাড়ি চালাতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে, এই দুর্ঘটনায়  কারোর প্রাণহানি হোক তা কোনদিনও চায় না চালকরা, ভারত সরকার যে আইন প্রণয়ন করেছে তা কোনভাবেই মানতে রাজি নয় গাড়ি চালকরা কেননা গাড়ি চালকদের অজান্তে দুর্ঘটনায় যদি কেউ মারা যায় আইন অনুসারে এত বড় সাজা তারা গ্রহণ করতে পারবে না।এতে অংশ নেয় গাড়ি চালক থেকে শুরু করে গাড়ির মালিকরাও। গাড়ি চালক ও মালিকরা জানিয়েছেন যতদিন পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে না ততদিন পর্যন্ত তারা গাড়ি চালাবেন না। তারা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন কেন্দ্রীয় সরকার এই কঠোর আইন প্রত্যাহার করে।

Related posts

শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

an2banglanews

বি এস এফ আইনী জটিলতা চার বছর জেল খেটেও বাংলাদেশে থেকে ফিরতে পারছেন না দীপক কুমার ঠাকুর

an2banglanews

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ঢাকায়।

an2banglanews

Leave a Comment