AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
Breaking Newsজাতীয় খবর

ভারত সরকার যান বহন দুর্ঘটনায় কারনে মৃত্যু হলে গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যাম করে।

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় গাড়ি চালকরা প্রতিবাদ জানাতে শুরু করেছে। এই কঠোর আইন প্রত্যাহারের জন্য, ঠিক একই ভাবে বুধবার সকালে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে বালুর গাড়ির চালকরা ভারত সরকারের এই আইনকে প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যাম করে। তাদের দাবি গাড়ি চালাতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে, এই দুর্ঘটনায়  কারোর প্রাণহানি হোক তা কোনদিনও চায় না চালকরা, ভারত সরকার যে আইন প্রণয়ন করেছে তা কোনভাবেই মানতে রাজি নয় গাড়ি চালকরা কেননা গাড়ি চালকদের অজান্তে দুর্ঘটনায় যদি কেউ মারা যায় আইন অনুসারে এত বড় সাজা তারা গ্রহণ করতে পারবে না।এতে অংশ নেয় গাড়ি চালক থেকে শুরু করে গাড়ির মালিকরাও। গাড়ি চালক ও মালিকরা জানিয়েছেন যতদিন পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে না ততদিন পর্যন্ত তারা গাড়ি চালাবেন না। তারা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন কেন্দ্রীয় সরকার এই কঠোর আইন প্রত্যাহার করে।

Related posts

দুই বাইকের সংঘর্ষে মৃ*ত্যু এক,আহত দুই !!

an2banglanews

সাংবাদিক সম্মেলন করলো শচীন দেব বর্মন মেমোরিয়াল গভর্মেন্ট মিউজিক কলেজ এলমনি কমিটি।

an2banglanews

“WANSEA GET OUT, RED ZONE” একথা রাস্তায় লিখে একপ্রকার বার্তা দিয়ে বাঙ্গালীদের বাড়িঘর চিহ্নিত করে

an2banglanews

Leave a Comment