CPI(M) দলের কোন কর্মসূচি পালন করতে দিচ্ছে না বিশালগড় পুলিশ প্রশাসন মঙ্গলবার দুপুর বারোটায় অফিসটিলা CPI(M) দলীয় কার্যালয়ে বিরুদ্ধে এমনটি অভিযোগ করলেন সাংবাদিক সম্মেলনে বিশালগড়ের প্রাক্তন বিধায়ক ও CPI(M) মহকুমা কমিটির সম্পাদক।
জানাযায় ২রা জানুয়ারী অফিসটিলা বাজারে CPI(M) দলের কর্মসূচি ও মিছিল করাতে পুলিশ প্রশাসনের কাছে ৩১ শে ডিসেম্বর অনুমতি চেয়েছিলেন ২রা জানুয়ারি সকালে CPI(M) দলের নেতৃত্বদের পুলিশ জানিয়ে দেয় সেখানে ওনারা কোনরকম কর্মসূচি পালন করতে পারবেন না কারণ সেখানে ভারতীয় জনতা পার্টি কর্মসূচি পালন করবেন। অন্যদিকে CPI(M) বিধায়ক সহ মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার অভিযোগ করেন পুলিশের কাছে যখন উনারা অনুমতি চেয়েছিলেন তার আগেও অন্য দল সেখানে কর্মসূচি পালন করাতে কোন রকম পুলিশের কাছে আবেদন করেননি। পুলিশ ইচ্ছা করে সিপিএম দলের কর্মসূচি যেন পালন করতে না পারে সেই লক্ষ্যে পুলিশ সিপিএমের কর্মসূচি বন্ধ করতে দিতেই পারমিশন দেয়নি । পুলিশ বর্তমানে শাসক দল বিজেপির দলত আসে পরিণত হয়েছে। তাছাড়া সিপিএম মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম জানান বর্তমান বিজেপি দলে মিশে একাকার হয়ে গেছে CPI(M) এলসি মেম্বার থেকে শুরু করে সাধারণ কর্মীরা। ২০১৮ সাল থেকে প্রতিনিয়ত বিজেপির ত্রিপুরা রাজ্যে জনপ্রিয়তা কমে যাচ্ছে যার লক্ষ্যে সারা রাজ্যের তুলনায় বিশালগড় সিপিএমের কোনোরকম কর্মসূচি পালন করতে দিচ্ছেন না শাসকদলের দলদাসে পরিণত সিপিআইএম দল এমনটাই অভিযোগ করেন প্রাক্তন বিধায়ক ভানু লাল সাহা।