বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে বিরোধী শিবিরের ২৬ পরিবারের ১০৫ জন ভোটারের বিজেপিতে যোগদান। মঙ্গলবার বিশালগড়ের সিপিআইএম এর দুর্গ হিসেবে পরিচিত অফিসটিলা বাজারে হয় এই যোগদান সভা। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিজেপি সিপাহীজলা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় মন্ডলের প্রভারি অমল দেবনাথ, ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস সহ অন্যান্যরা। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত দেব বলেন, সিপিআইএম কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে দেউলিয়া হয়ে গেছে। তাই সিপিআইএম কংগ্রেসের পেছনে ঘুরে সময় নষ্ট না করে প্রত্যেককে দলে দলে বিজেপির পতাকার নিচে শামিল হওয়ার আহ্বান জানান বিধায়ক। তাছাড়া এদিন যারা বিরোধী শিবির ছেড়ে বিজেপির পতাকার নিচে বিজেপি দলে যোগদান করেছে তাদের উদ্দেশ্যে বলেন, বিজেপি দল একটি শৃঙ্খলাবদ্ধ দল। আগামী দিনে নবাগতরা দলের বুথ স্তর পর্যন্ত গিয়ে দলকে শক্তিশালী করবে এই আহবান রাখেন।
previous post