AN2BNANGLA NEWS
March 22nd, 2025
Breaking News
Breaking Newsঅর্থনীতি খবর

মামাশ্বশুরের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে উত্তম মধ্যম দিয়ে কৈলাশহর মহিলা

উত্তর ত্রিপুরা জেলার কৈলাশহর ভগবাননগর ডলুছড়া ৪ নং ওয়ার্ড এলাকায় সম্পর্কে মামাশ্বশুরের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে উত্তম মধ্যম দিয়ে কৈলাশহর মহিলা থানার হাতে তুলে দিল এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা অপু মালাকারের স্ত্রী রুবি মালাকারের সাথে  একই এলাকার বাসিন্দা সম্পর্কে মামাশ্বশুর উত্তম সরকার নামে এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে। উক্ত বিষয় নিয়ে একাধিকবার সালিসি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়দের কাছ থেকে আরোও জানা যায় যে উত্তম সরকার এর আগেও বিভিন্ন মহিলাদের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে তাকে আপত্তিকর অবস্থায়ও ধরা হয়েছে। আজ সকাল থেকেই রুবি মালাকারের স্বামী অপু মালাকার উক্ত বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয় অভিযোগ আজ সন্ধ্যাবেলা অপু মালাকার তার স্ত্রীর রুপি মালাকার ও উত্তম সরকারকে আপত্তিকর অবস্থারপায় অপু মালাকার তার প্রতিবাদ করতে গেলে অভিযোগ উত্তম সরকার এবং তার এক বন্ধু মিলে নাকি বেধড়কভাবে মারপিট চালায় অপু মালাকারকে যার ফলে অপু মালাকার গুরুতরভাবে আহত হয় তারপর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় এবং ঘটনাস্থল থেকে উত্তম সরকার পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীকালে অপু মালাকারের স্ত্রী রুবি মালাকারকে একটি গাছের সাথে বেঁধে রাখে উত্তেজিত জনতা তারপর খবর পাঠানো হয় কৈলাশহর মহিলা থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর মহিলা থানার পুলিশ গিয়ে রুবি মালাকার ও উত্তম সরকারের এক বন্ধুকে ঘটনাস্থল থেকে আটক করে কৈলাশহর মহিলা থানায় নিয়ে আসে বর্তমানে অপু মালাকারের স্ত্রীর রুবি মালাকার ও উত্তম সরকারের বন্ধু কৈলাশহর মহিলা থানার হেফাজতে রয়েছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গুটা এলাকায়।.

Related posts

টি এস ইউ ৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে।

an2banglanews

উচ্চ শব্দ বিচ্ছুরনকারী যন্ত্র ব্যবহারে আদেশ না থাকায় পর্যটকশূন্য সিপাহীজলা পিকনিক স্পট।

an2banglanews

ফায়ার সার্ভিসে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করে ।

an2banglanews

Leave a Comment