উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের প্রতিটি এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে ধর্মনগর থানার ও সি নারুগোপাল দেব এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ৷
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে মদবিরোধী অভিযানে নেমে এক মদ বিক্রেতা সহ ৪৫ লিটার দেশী মদ এবং একটি হাইস্পিড ই-রিক্সাকে আটক করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ ৷ ওসি নারুগোপাল দেব এর নেতৃত্বে ধর্মনগর থানাধীন জেলরোড এলাকায় অভিযান চালিয়ে ক্ষীরোদ নাথ নামে এক ব্যাক্তিকে আটক করে ৷ পরবর্তীতে আটককৃত ব্যাক্তির TR0 5410 নম্বরের একটি হাইস্পিড ই-রিক্সাতে তল্লাশি চালিয়ে মোট ৪৫ লিটার দেশী মদ উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ ৷ ধৃতের নাম বাড়ি ধর্মনগর থানাধীন রাজনগর এলাকায়, তাঁর বয়ষ ৪৫ ৷ ধৃতের বিরুদ্ধে u/s TA Act ধারায় একটি মামলা হাতে নিয়ে এর তদন্তে নেমেছে পুলিশ ৷
পুলিশ জানিয়েছেন তাদের এই অভিযান আগামীদিনেও জাড়ি থাকবে ৷.