ইলেক্ট্রিফিকেশনের দায়িত্বপ্রাপ্ত সংস্থার নাইট গার্ড অপু।। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন উত্তর দেওছড়া ২ নং ওয়ার্ডে রেল লাইনের পাশে অপু দাস ওরফে মনটাই’র মৃতদেহ উদ্ধার হয়। রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। যে জায়গায় মৃতদেহ উদ্ধার হয়েছে রাতে সেখানও তার খোঁজে তল্লাশি করা হয়েছিল। অনেকের সন্দেহ মৃতদেহ পরবর্তী সময় সেখানে ফেলা হয়েছে।