AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsরাজনীতি খবর

মদের লাইসেন্স প্রদানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন

ত্রিপুরাতে ভারতীয় জনতা দল সরকার গঠন করার পর  নতুন আরো ১০০ টি মদের লাইসেন্স প্রদান করেছে। এই কারনে রাজ্যের নেশা সেবনকারী বেরেছে। এই কারেন রাজ্যের যুব সমাজ আস্ত্ব হচ্ছে। ভারতীয় জনতা দল নেশার বিরুদ্বে কথা বললেও বাস্তবে উল্টো।  মদের লাইসেন্স  কেন  দিয়েছে রাজ্য সরকার; তারই প্রতিবাদ জানিয়ে AIDSO,AIDYO,AIMSS যৌথ বিক্ষোভ প্রদর্শন আগরতলাত বটতলাতে এলাকাতে।

Related posts

সদ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণসভা আয়োজন করা হয়

an2banglanews

ত্রিপুরা হাই কোর্ট এর বিচারপতি এবং অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করানো হয়।

an2banglanews

ভারত সরকার যান বহন দুর্ঘটনায় কারনে মৃত্যু হলে গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যাম করে।

an2banglanews

Leave a Comment