ত্রিপুরাতে ভারতীয় জনতা দল সরকার গঠন করার পর নতুন আরো ১০০ টি মদের লাইসেন্স প্রদান করেছে। এই কারনে রাজ্যের নেশা সেবনকারী বেরেছে। এই কারেন রাজ্যের যুব সমাজ আস্ত্ব হচ্ছে। ভারতীয় জনতা দল নেশার বিরুদ্বে কথা বললেও বাস্তবে উল্টো। মদের লাইসেন্স কেন দিয়েছে রাজ্য সরকার; তারই প্রতিবাদ জানিয়ে AIDSO,AIDYO,AIMSS যৌথ বিক্ষোভ প্রদর্শন আগরতলাত বটতলাতে এলাকাতে।