২০২৩ সালে ২০ ও ২৯ তারিখ বানমালিপুর ও ধলেশ্বর বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে ছিল পূর্ব থানার অধীনে. সেই ঘটনার তদন্ত করতে গিয়েই কুখ্যাত চারজন চোরকে জিনিস সহ আটক করে পূর্ব আগরতলা থানা পুলিশ। অমিত দের্ব্বমাকে আটক করে জিজ্ঞাসাবাদে পরবর্তী তিন জনকে আটক করে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারি।