এ ডি নগর PS কর্মীরা ড্রপ গেট নাকা পয়েন্টে চালকসহ একটি গাড়ি আটক করে প্রায় 520 লিটার দেশি মদ জব্দ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। T.E এর অধীনে একটি P/R অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন দাখিল করা হয়।এ বিষয় থেকে স্পষ্ট হয়েছে বর্তমানে পুলিশ যথেষ্ট সতর্ক এবং যথেষ্ট ভাবে কাজ করে যাচ্ছে।