ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর-কদমতলা মূল সড়কের ইছাই লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সামনে।ঘটনার বিবরণ দিয়ে দমকল কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার আনুমানিক দুপুর দুটো নাগাদ TR02C/6519 নম্বরের গ্লেমার বাইক নিয়ে ধর্মনগর থেকে ইছাই লালছড়া দুই নং ওয়ার্ডের নিজ বাড়িতে ফিরছিলেন ইসমাইল আলী ও মজমিল আলী নামের দুই যুবক।তখন ইচ্ছাই লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে আসলে কদমতলা থেকে ধর্মনগর অভিমুখী TR05/4002 নম্বরের যাত্রী বাহী ইলেকট্রিক অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।তাতে বাইক ও অটোটি পিচ রাস্তার উপর উল্টে যায়।আর বাইকে থাকা দুই যুবক সহ অটোতে থাকা চারজন যাত্রী আহত হন।