ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এশিয়া ফুটবল কনফেডারেশন সি লাইসেন্স ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয় আগরতলা উমাকান্ত মাঠে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোচ এডুকেটর জয়ব্রত ঘোষের তত্ত্বাবধানে ১১ দিনের এই কোর্সে প্র্যাকটিক্যাল ও থিউরি ক্লাসও করানো হবে বলে জানান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোর্স এডুকেটর জয়ব্রত ঘোষ। এছাড়াও এদিন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের তরফ থেকে উপস্থিত ছিলেন ক্যাম্পের কোর্ডিনেটর তন্ময় দেববর্মা।