সোনাদানা টাকা-পয়সা চুরির পর এবার শিশু চুরির অভিযোগ। খবর প্রকাশ, রেলস্টেশন বাইপাস সংলগ্ন ওএনজিসি কাঞ্চনপল্লী এলাকার কৃষ্ণান দাস নামে এক ব্যক্তির স্ত্রী ভোরবেলা দু বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে বাসন পরিষ্কার করতে যায় । এসে দেখতে পায় মশারি ওঠানো এবং একটি দরজা খোলা পাশাপাশি উনার পুত্র খাটে নেই নিখোঁজ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে শুরু করে তদন্ত। এ ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।