গত ১৬ তারিখ শ্রীনগর থানাধীন ব্রজেন্দ্র কলোনী এলাকায় এক মোবাইল বোঝাই গাড়ি থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারি দল । এই ঘটনায় আটক করা হয় মৃণাল হোসেন ওরফে ভুট্টু নামে এক যুবককে।
তাকে জিজ্ঞাসাবাদ করার পর বুধবার শ্রীনগর থানার পুলিশ ৯০ টি মোবাইল সহ উদ্ধার করে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরন কুমার কে
১৮কাটুন মোবাইল ছিনতাই কান্ডে শ্রীনগর থানার পুলিশ গোপন খবর ভিত্তিতে এরেস্ট করেন এবং ৩দিন রিমান্ডে আনেন শ্রীনগর থানার পুলিশ।