AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsরাজনীতি খবর

ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সাহয়িকা এসোসিয়েশন ৮ দফা দাবিতে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে।

ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সাহয়িকা এসোসিয়েশন মজদুর মনিটিরং সেল ত্রিপুরা প্রদেশ
সোমবার ৮ দফা দাবিতে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে। দাবিগুলি হল,
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালের ড্রাম, আলমারী ও শিশুখাদ্য রাখার জন্য পাত্র দেওয়ার ব্যবস্থা করা।
সব পুরানো অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে শৌচালয়ের ব্যবস্থা করা ।
আগামী গ্রীষ্মকালের আগে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা করা।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবধরনের Feeding Bill প্রতি দেড় মাস অন্তর অন্তর প্রদান করা হলে কেন্দ্রে Feeding পরিচালনা করা সহজ হবে।
বর্তমান বাজারদরের সাথে সঙ্গতি রেখে ডিমসহ অন্যান্য জিনিষের মূল্যবৃদ্ধি করা।
অবসর প্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন ভাতা ৭৫০ টাকা ও ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার (৫০০০) টাকা ও তিন হাজার (৩০০০) টাকা প্রদান করা।
জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে প্রাক-প্রাথমিক কেন্দ্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রশিক্ষনের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাক্- প্রাথমিক শিক্ষিকা হিসাবে উন্নীত করা ও সহায়িকাদেরও প্রাক্-প্রাথমিক, স্তরের সহায়িকা হিসাবে উন্নীত করা।
সমকাজে সমবেতন এবং সরকারী কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান না করা পর্যন্ত ৭-১১ টা পর্যন্ত অঙ্গনওয়াড়ি কন্দ্র পরিচনালনা করা এই দাবিগুলো নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছে। এখন দেখার রাজ্য সরকার এই দাবিগুলির প্রাসঙ্গিকতা স্বীকার করে পূরণ করে কিনা।

Related posts

সাত বছরের শিশু কন্যা ধর্ষণ কান্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়েক ভিল

an2banglanews

সোনামুড়ার জনজাতি অধ্যুষিত উত্তর তৈবান্দালে বিলেতি মদের কাউন্টার বন্দ করার জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন জন গন।

an2banglanews

সাংবাদিক সম্মেলন করলো শচীন দেব বর্মন মেমোরিয়াল গভর্মেন্ট মিউজিক কলেজ এলমনি কমিটি।

an2banglanews

Leave a Comment