ক্রিসমাস’ অর্থাৎ বড়দিন নামটি এসেছে মাস অফ ক্রাইস্ট বা যীশু থেকে।
ইতিহাস অনুযায়ী, ২৫ শে ডিসেম্বর বেথেলহেম নগরে কুমারী মা মেরির কোলে জন্মেছিলেন যিশু । খ্রিস্টানরা বিশ্বাস করেন, যিশু হল ঈশ্বরের পুত্র । মানুষকে সমস্তরকম পাপ থেকে মুক্তি দিতে যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈশ্বর ।যেহেতু ২৫ সে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, তাই এই দিনটি তাদের কাছে একটি বিশেষ দিন বা খুবই বড় দিন। এইবার দিনকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত করে আগরতলায়। আগরতলা চার্চেস কোঅর্ডিনেশন কমিটি আয়োজিত এই পদযাত্রাটি প্রগতিবিদ্যা ভবনের মাঠ থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্কুলে গিয়ে শেষ হয়।
previous post