AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যজাতীয় খবররাজনীতি খবর

বিকশিত ভারত সংকল্প যাত্রা সূচনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত প্রকল্প গুলি থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের কথা মাথায় রেখে প্রায় ৩ মাস ব্যাপী ফের কর্মসূচি নিয়েছে ভারত সরকার। এর নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা।গত ১৫ নভেম্বর দেশ ব্যাপী এর সূচনা হয়। প্রকল্পগুলি সম্পর্কে প্রত্যেকটি নাগরিক যেন অবহিত হতে পারে সেজন্য প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় সরকার থেকে এল ই ডি লাগানো প্রচার গাড়ি পাঠানো হয়েছে। রাজ্য এরকম ১৬ টি প্রচার গাড়ি আসার কথা রয়েছে। ইতিমধ্যেই তিনটি গাড়ি রাজ্যে এসে পৌঁছেছে। কামান চৌমুহনীতে আজ মুখ্যমন্ত্রী এরকম একটি প্রচার গাড়ি র যাত্রার সূচনা করেন। গাড়িগুলি সারা রাজ্যব্যাপী ঘুরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে রাজ্যবাসীকে অবহিত করবেন।মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত কমিশনার শৈলেশ যাদব সহ অন্যান্য কর্পুরেটররা।

Related posts

সোনামুড়া থানার পুলিশ গাঁজা কাটতে গিয়ে বাঁধার মুখে, বাঁধা ঠেলে গাঁজা গাছ কাটলো কমলনগর আনন্দপুর, কলবাড়িতে।

an2banglanews

বক্স  নগরের বেজিমারা ২ নং  অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন জায়গার মালিক

an2banglanews

কমলাসাগর মিয়াপাড়া সীমান্তের জিরো পয়েন্টে রাজ্যপাল ইন্দ্র সেনা নল্লু।

an2banglanews

Leave a Comment