আগরতলা শহর স্মার্ট সিটি হয়েও চার পাশের বেআইনি ভাবে গড়ে উঠেছে দোকান তাতে রাস্তার পরিধি কমে যাচ্ছে। কিছু দিন পূর্বে মেয়র দীপক মজুমদার এবং ট্রাফিক দপ্তরের উদ্যোগে পুর নিগম হলে গ্রতলা শহর কে যানজট মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়। সিদ্বান্ত হয় বেআইনি পার্কিংয়ে যানবাহন রাখা হলে সেগুলি তুলে নিয়ে যাওয়া হবে। বৈঠকে ট্রাফিক এসপি মানিক দাস জানান যাদের যানবাহনে ইতিমধ্যেই একাধিক ফাইন জমে আছে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিলের চিন্তাভাবনা করছে দপ্তর। বুধ বার বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ময়দানে ট্রাফিক দপ্তর নেমে যায়। তুলে নেওয়া হয় বেস কিছু মোটর সাইকেল।
next post