Breaking Newsঅন্যান্যঅর্থনীতি খবরআঞ্চলিক খবরআন্তর্জাতিক খবরজাতীয় খবরজীবনধারা খবরবটতলা বাজারে খতিগ্রস্তদের রিহাবিটেশন প্যাকেজ ঘোষণা করতে হবে: দাবী করেন অনিমেষ দেববর্মন। by an2banglanewsNovember 29, 20230 Share0 বটতলা বাজার পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং বিদায়িকা স্বপ্ন দেববর্মা। তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট দাবী জানান। তিনি যদি প্যাকেজ ঘোষণা না করে আগামী বিধান সভাতে এই সম্পর্কের আলোচনা করা হবে।