ত্রিপুরার একমাত্র পেট্রোল এবং ডিজেল মজুত ডিপো ধর্ম নগরে। বর্ষার মরসুমে ধর্ম নগর থেকে আগরতলা আসার পথ পাহারি হওয়ার করানে বন্দ হয়ে যায়। যার কারনে সৃষ্টি হয় পেট্রোল এবং ডিজেল সঙ্কট। এই সমস্যা সমাধানে ২০২২ সালে রাজ্য সরকার সিদ্বান্ত নিয়ে আগরতলার সন্নিকটে সেকেরকোটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) প্রকল্প নির্মাণ শুরু করে। আজানা কারন কাজ চলছে শিথিল গতি। জানা যায় এখন পর্যন্ত ৩০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। এই নির্মাণ কাজ তরান্বিত করতে মন্ত্রী সুশান্ত চৌধুরী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আধিকারিদের সঙ্গে বৈঠক করেন গোর্খাবস্তি খাদ্য দপ্তরের সদর দপ্তরে। এই প্রকল্প ৫০০ একর জমির উপর নির্মাণ হচ্ছে। খরচ হবে পচাশি কোটি টাকা। মন্ত্রী জানান কিছু সমস্যার জন্য কাজে বিলম্ব হচ্ছে। রাস্তা নির্মাণের দ্বায়ীত্ব পূর্ত দপ্তর করবে। আর্থিক অনুদনের সমস্যা আছে। এই বিষয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে কথা বলবে। আশা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে।