সেন্ট্রাল রোড যুব সংস্থার উদ্যোগে অবলম্বন দ্বারা পরিচালিত “আপনা ঘর” বৃদ্ধাশ্রমের ‘মায়েদের কামরূপ কামাখ্যা দর্শনের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার ক্লাব গৃহে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্লাব কর্মকর্তারা। আগামী ৩০ শে নভেম্বর সন্ধ্যায় রওনা দেবেন গোহাটির উদ্দেশ্যে। তাদেরকে যাত্রাবা পথে শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্তসহ ক্লাব কর্মকর্তারা। ৪ঠা ডিসেম্বর রাজ্যে ফিরে আসবেন তারা। যে কোন ধরনের প্রতিকূল অবস্তা প্রতিরোধ করে মায়ের দর্শন করার জন্য প্রশাসন থেকে ও উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানায় ক্লাব কর্মকর্তারা।