জানা যায় ৮ই নভেম্বর ২০২৩ ইং বিকাল ৪ঃ৩০ নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা পুলিশের নিকট খবর আসে উত্তম কুমার পাল নামে এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে উত্তর প্রদেশের দিকে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে গাজা পাচার করার জন্য পার্সেল কক্ষের সামনে দারিয়ে আছে। খবর জেনে রেল পুলিশ যখন উত্তম পালকে আটক করে তল্লাশি করে তখন তার কাছ থেকে ৩১৯ কেজি গাঁজা উদ্ধার করতে পারে, যার বাজান মূল্য ৭ লক্ষ টাকা আনুমানিক।পুলিশ তাকে আটক করে আদালতে অ্যান ডি পি এস ধারাতে মামলা রজু করে তিন দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়েছে বলে পুলিশ আধিকারি জানান।