আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে বাজার এলাকা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও নির্মল রাখতে রাজ্য সরকার ও পুর নিগম যৌথভাবে খয়েরপুর থেকে আমতলী বাইপাস রাস্তা ধরে নাগিছড়া যাওয়ার পথে গড়ে তুলেছে নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড । অক্টোবরের 11 তারিখ মুখ্যমন্ত্রীর হাত ধরে যার উদ্বোধন হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্তক্রমে বটতলা, মহারাজগঞ্জ বাজার সহ প্রতিটি বাজারে বহির রাজ্য থেকে যে সকল বড় লড়ি করে মাছ এনে লোডিং আন লোডিং করা হয় তা আর করা যাবে না। বড় গাড়িগুলিকে রাখতে হবে নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডে। সেখান থেকে ছোট গাড়ি করে বাজারে নিয়ে আসতে হবে মাছ। কিন্তু রাজ্য সরকারের এই ব্যবস্থাপনা এক মাসের ভেতরেই মুখ থুবড়ে পড়ার অবস্থায় এসে দাঁড়িয়েছে। যে ব্যবস্থাপনা করা হয়েছে তা নিয়ে মৎস্য ব্যবসায়ীরা যে খুশি না তা তাদের আচার-আচরণ ব্যবহারেই বোঝা যাচ্ছে। তাদের বক্তব্য নাগিছড়া থেকে ভোর রাত্রে ছোট গাড়ি করে মাছ নিয়ে তাদের বিক্রয় করতে সমস্যা হচ্ছে পাশাপাশি সেখানে গাড়ি পার্কিংয়ের জন্য যে ফ্রি নির্ধারণ করা হয়েছে তা অত্যাধিক হওয়ায় মাছের দামেও যার প্রভাব পড়বে বলে তাদের অভিমত। ফলে মৎস্য ব্যবসায়ীরা অনেকটা রাজ্য সরকারকে অমান্য করেই বড় গাড়িগুলি বাজারে ঢুকাতে শুরু করেছে। সমস্যা নিরসনে বৃহস্পতিবার মেয়র দীপক মজুমদার ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডে যান এবং ব্যবসায়ীদের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেন। বৈঠক শেষে মেয়র দীপক মজুমদার বলেন, কিছু কিছু ব্যবসায়ী রাজ্য সরকারের সিদ্ধান্ত অমান্য করে শহরে বড় বড় গাড়ি ঢুকিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেওয়া হবে। রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে চলতে হবে ব্যবসায়ীদের। তিনি এও বলেন নতুন ব্যবস্থা চালু করায় ব্যবসায়ীদের যে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে যেমন পাঁচ হাজার টাকা পার্কিং ফি যা কমানোর ব্যাপারে আলোচনা করা হবে। পাশাপাশি তিনি বলেন আগরতলা শহরে একই জায়গায় সকল মৎস্য বেচাকেনা ব্যবস্থা চালু করার রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে।