ত্রিপুরা রাজ্যের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে। প্রতিদিন এই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সংঘটিত করে চলেছে বিভিন্ন সংস্থা। বৃহস্পতিবার বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস সেল নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান রেখে এক সচেতনতা র্যালির আয়োজন করে। এই র্যালিতে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রীরা।র্যালিটি স্কুল থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্কুলে এসে শেষ হয়।