রাজধানী আগরতলা গজারিয়া মুসলিম পাড়ার খুরশেদ মিয়ার তিন ছেলে সহাল মিয়া, বাদল মিয়া, কায়ুম মিয়া মিলিত ভাবে ছুরি দিয়ে হামলা করে ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার সঙ্গক্ষ্যালঘু মোর্চার সভাপতি ফজলুর রহমান এবং উনার ছেলে জিয়াউর রহমানকে বুকে আঘাত করে। ফজলুর রহমান এর বুকে তিনটি আঘাত করে ছুরি দিয়ে। উনার ছেলে বুকে দুটি আঘাত লাগে। আশ্নকা জনক অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান ত্রিপুরা সংখ্যা লঘু মোর্চার সাবেক সভাপতি মো: শাহপরাণ উদ্দিন। পুলিশ সঙ্গে সঙ্গে আসামি দুজন কে আটক করে। থানা তে নিয়ে আসেন।