AN2BNANGLA NEWS
February 11th, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যআন্তর্জাতিক খবরজাতীয় খবররাজনীতি খবরস্বাস্থ্য খবর

মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার সংখ্যা লঘু মোর্চার সভাপতি ফজলুর রহমান

রাজধানী আগরতলা গজারিয়া মুসলিম পাড়ার খুরশেদ মিয়ার তিন ছেলে সহাল মিয়া, বাদল মিয়া, কায়ুম মিয়া মিলিত ভাবে ছুরি দিয়ে হামলা করে ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার সঙ্গক্ষ্যালঘু মোর্চার সভাপতি ফজলুর রহমান এবং উনার ছেলে জিয়াউর রহমানকে বুকে আঘাত করে। ফজলুর রহমান এর বুকে তিনটি আঘাত করে ছুরি দিয়ে। উনার ছেলে বুকে দুটি আঘাত লাগে। আশ্নকা জনক অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান ত্রিপুরা সংখ্যা লঘু মোর্চার সাবেক সভাপতি মো: শাহপরাণ উদ্দিন। পুলিশ সঙ্গে সঙ্গে আসামি দুজন কে আটক করে। থানা তে নিয়ে আসেন।

Related posts

Kylian Mbappe: অবিশ্বাস্য প্রস্তাব! ৯১২৯ কোটির বিনিময়ে ১০ বছরের জন্য ‘সম্পদ’ এমবাপে-কে রাখতে মরিয়া পিএসজি

cradmin

ইট চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল।

an2banglanews

আবারো কলঙ্কিত বিলোনিয়া মহিলা থানা।

an2banglanews

Leave a Comment