প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে তিন দিনের রাজ্য স্তরের “ই সি সি ই-তে নতুন নিয়োগপ্রাপ্ত ব্লক রিসোর্স কর্মীদের অন্তর্ভুক্তি প্রশিক্ষণ” আগরতলা S.C.E.R.T ওল্ড বিন্ডিং-এর কনফারেন্স হলে বুধবার অনুষ্ঠিত হয়। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাভাল হামেন্দ্র কুমার, আইএএস বিশেষ সচিব, স্কুল শিক্ষা, সরকার ত্রিপুরার । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাশিস গঙ্গোপাধ্যায় অধিকর্তা প্রাথমিক শিক্ষা সহ অন্যান্যরা।