ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফারস অ্যান্ড টেকনোলজিস্ট বুধবার বিশ্ব রেডিওগ্রাফি দিবস-২০২৩ উপলক্ষে একটি সচেতনতা জন্য আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমার আয়োজন করে। এই পথ পরিক্রমার রবীন্দ্র শতবর্ষী ভবন থেকে শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুহনী, জ্যাকসন গেট, কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, আরএমএস চৌমুহনী হয়ে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। এই পরিক্রমাতে অংশ নেন ডাঃ দিলিপ দাস সহ রাজ্যের সুনাম ধন্য ডাক্তার এবং ত্রিপুরা ইন্সিটিউট অব প্যারা মেদিকেল সায়েন্স এর ছাত্র-ছাত্রী।
previous post