AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যজাতীয় খবর

সূর্যমনিনগর (টি এস ই সি এল) ১৩২ কেভি সাবস্টেশন কে ৪০০ কেভি সাবস্টেশনে উন্নিতকরণ।

প্রকল্প : সূর্যমনিনগর (টি এস ই সি এল) ১৩২ কেভি সাবস্টেশন কে ৪০০ কেভি সাবস্টেশনে উন্নিতকরণ।

বর্তমান সূর্যমনিনগর সাবস্টেশন কে ৪০০ কেভি সাবস্টেশনে উন্নিতকরণের প্রয়োজনিয়তা :

১. কার্যকরভাবে রাজ্যে পরিকাঠামো উন্নয়নের কারনে ভবিষ্যতের বর্ধিত বিদ্যুতের চাহিদা মেটানো।

২. বর্ধিত বিদ্যুতের নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা এবং উন্নত ভোল্টেজ প্রোফাইলের সুবিধা।

৩. স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে সমস্ত পরিকাঠামো উন্নয়ন এবং শিল্প খাতের উন্নতি ঘটানো যা ফলস্বরুপ আর্থসামাজিক বৃদ্ধির দিকে পরিচালিত করবে।

৪. বাংলাদেশে আন্তঃসীমান্ত অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার নির্ভরযোগ্যতা।

প্রস্তাবিত প্রকল্পের আনুমানিক ব্যয় : ১৯১.২০ কোটি টাকা।

Related posts

সব্রুমে স্ত্রীর হাতে খুন হয় স্বামী।

an2banglanews

ভারতের সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ শতাংশ

an2banglanews

Agrtala: শহরের নামকড়া স্কুলে ক্লাশরুমে চলল র‍্যাগিং।

an2banglanews

Leave a Comment