AN2BNANGLA NEWS
December 8th, 2024
Breaking News
Breaking Newsঅন্যান্যআন্তর্জাতিক খবরজাতীয় খবর

ভারতের ত্রিপুরা রাজ্যে M B B বিমানবন্দরের আটক ৬ বাংলাদেশী নাগরিক

মঙ্গলবার সন্ধ্যা রাতে ভারতের ত্রিপুরা রাজ্যে এম বি বি বিমানবন্দরে আটক ৬ বাংলাদেশী নাগরিক এবং গভীর রাতে তাদের তুলে দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে।এবং এয়ারপোর্ট থানার প্রাথমিক তদন্তের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল জানান এম বি বি বিমানবন্দরে আটক ৬ বাংলাদেশী নাগরিক পুলিশের জিজ্ঞাসাবাদে কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি এবং তারা শিকার করেছেন যে তারা অবৈধ ভাবে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে এবং এম বি বি বিমানবন্দর থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য এসেছেন।এবং তাদের বিরোদ্ধে ইন্ডিয়ান পাসপোর্ট আইন অনুযায়ী একটি মামলা নিয়েছে পুলিশ।তবে তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশ অব্যাহত রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে যা একটি বড় প্রশ্ন সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার উপর।

Related posts

দুর্গাপুর মনির হোসেন ও পেয়ারা খাতুন এর বাড়ি থেকে অবৈধ মজুদ রাখা ৩৯ বস্তা চিনি উদ্ধার করে।।

an2banglanews

এস সি কর্পোরেশন ও পুর নিগম যৌথভাবে বিনা মূল্যে  ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র প্রদান করা হয়।

an2banglanews

ত্রিপুরা পুলিশে ১৫০ বছর বর্ষপূর্তি  উপলক্ষে ত্রিপুরা   পুলিশের রেলি

an2banglanews

Leave a Comment