AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যআন্তর্জাতিক খবরজাতীয় খবর

ভারতের ত্রিপুরা রাজ্যে M B B বিমানবন্দরের আটক ৬ বাংলাদেশী নাগরিক

মঙ্গলবার সন্ধ্যা রাতে ভারতের ত্রিপুরা রাজ্যে এম বি বি বিমানবন্দরে আটক ৬ বাংলাদেশী নাগরিক এবং গভীর রাতে তাদের তুলে দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে।এবং এয়ারপোর্ট থানার প্রাথমিক তদন্তের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল জানান এম বি বি বিমানবন্দরে আটক ৬ বাংলাদেশী নাগরিক পুলিশের জিজ্ঞাসাবাদে কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি এবং তারা শিকার করেছেন যে তারা অবৈধ ভাবে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে এবং এম বি বি বিমানবন্দর থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য এসেছেন।এবং তাদের বিরোদ্ধে ইন্ডিয়ান পাসপোর্ট আইন অনুযায়ী একটি মামলা নিয়েছে পুলিশ।তবে তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশ অব্যাহত রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে যা একটি বড় প্রশ্ন সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার উপর।

Related posts

পলাতক কুখ্যাত ১২ চোর ও অপরাধীকে জালে তুলতে ছবি সহ সারা শহরে পোস্টারিং করলো ধর্মনগর থানার পুলিশ!!

an2banglanews

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ঢাকায়।

an2banglanews

অসহায় মণি দেববর্মার পরিবারের পাশে দাঁড়ালেন ই এম রুনিয়েল

an2banglanews

Leave a Comment